ছুলি দূর করার ক্রিমের নাম জেনে নিন

আপনারা কি ছুলি নিয়ে চিন্তিত। চিন্তার কোন কারণ নেই। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছুলি রোগ প্রতিরোধে করনীয় - ছুলি দূর করার ক্রিমের নাম। যা আপনারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে ছুলি রোগ প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ছুলি দূর করার ক্রিমের নাম
আপনি যদি ছুলি দূর করার উপায় এবং ছুলি দূর করার ক্রিমের নাম এর নাম জানতে চান তাহলে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

ডাক্তারি ভাষায় একে বলা হয় টিনিয়া ভার্সিকলার বা পিটিরিয়াসিস ভার্সিকলার। এটি আমাদের দেহে ম্যালাসেজিয়া ফুরফুর নামক এক ধরণের খামির দ্বারা উৎপন্ন হয়। চিয়াল/চুলি/চালাম/ছাইদ/চাউদ/কদম অঞ্চল ভেদে বিভিন্ন নাম এই রোগের। এটি মূলত ত্বকের সমস্যা এবং ছত্রাক সংক্রমণ একটি সমস্যা। পিঠ, ঘাড়, বাহু, বুক, মুখ এবং শরীরের অন্যান্য খোলা অংশকে সংক্রমণ করে। ত্বকের এই অংশগুলিতে ছোট সাদা বা বাদামী, গাঢ় বা হালকা দাগ দেখা দিতে পারে।

যাইহোক, বেশিরভাগ ক্ষেত্রে এটি মুখের হতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে।সবকিছু সমাধান নিয়েই আজকে এই সম্পূর্ণ পোস্টের মধ্যে আমি ছুলি দূর করার ক্রিমের নাম এবং ছুলি সম্পর্কিত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাই সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে আমাদের সাথেই থাকুন।

ছুলি কি?

আমরা হয়তো অনেকেই জানি না যে, ছুলি ফাঙ্গাস অথবা ছত্রাক জনিত ত্বকের একটি রোগ।মেডিকেল এর ভাষায় ছুলি রোগকে Tinea Versicilor বলা হয়ে থাকে।ছুলি একপ্রকার ঈস্ট যার নাম Malassezia Furfur দ্বারা সংক্রামিত হয়ে থাকে।

ছুলি কোথায় হয়

ছুলি বেশ কয়েক জাইগায় দেখা দিতে পারে।মূলত ছুলি শরীরের যেসব জাইগায় বেশি দেখা যায়, আমি নিচে উল্লেখ করছি।যেমন,
  • বুক
  • পিঠ
  • গলা
  • হাত
  • শিশুদের ক্ষেত্রে মুখেও
  • সর্বশেষ শরীরের অন্যান্য উন্মুক্ত জাইগায় 
মূলত ওপরের তুলে ধরা জাইগা গুলাতে ছুলি রোগ দেখা দিতে পারে।

শরীরে ছুলি কেন হয়

হইত আমাদের ছুলি নামটি নতুন মনে হয়ে পারে।কারন আপনারা ছুলি রোগকে মেছতা অথবা চর্মরোগ নামেই চিনে থাকবেন।যার ইংলিশ নাম হোল Pityriasis vesicular। সাধারণত আক্রান্ত ব্যক্তির স্পর্শের মাধ্যমে ছুলি রোগ ছড়াতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতার কারণে রোগটি আমাদের শরীরে সৃষ্টি হতে পারে।

মুখে ছুলি কেন হয়

মূলত আমাদের মুখে অতিরিক্ত ময়লা জমার কারণে ছুলি রোগটির সংক্রমণ দেখা দিতে পারে।ছুলি রোগের প্রধান খাবার হচ্ছে মরে যাওয়া ছত্রাক এবং ত্বকে থাকা তেল। সাধারণত উক্ত খাবার খেয়ে এরা বেঁচে থাকে। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে ছুলি রোগ বেশি পরিমাণে দেখা দেয়। প্রধান কারণ হচ্ছে, গরমের সময় আমাদের মুখ তেলতেলে হয়ে থাকে যার কারণে ছুলি রোগের সংক্রমণ দেখা দেয়।

ছুলি দূর করার সাবান 

আমি এখন আপনাকে সাবান এবং কিছু ব্যবহারিক পণ্যের নাম বলব। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা সত্ত্বেও যদি ছুলি দেখা দেয় তবে চিন্তা করার দরকার নেই। সঠিক চিকিৎসার সাথে, ছুলি অদৃশ্য হয়ে যাবে। অতএব, একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনার ওষুধগুলি যথাযথভাবে ব্যবহার করুন এবং সমস্ত নিয়ম মেনে চলুন।ছুলি দূর করার সাবান এর নাম,
  • 2% কেটোকোনাজল বা সেলেনিয়াম সালফাইড সহ সাবান বা শ্যাম্পু।
  • মৌখিক অ্যান্টিফাঙ্গাল।
  • ফ্লারি সাবান 
  • জোডার সাবান
  • অন্যান্য নির্দেশিত ওষুধ লক্ষণ অনুযায়ী।

ছুলি দূর করার ক্রিমের নাম

বাজারে অনেক ধরনের অ্যান্টি-ড্যান্ড্রাফ ছুলি দূর করার ক্রিম রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। আসুন জেনে নেওয়া যাক ছুলি দূর করার নিরোধক ক্রিমের নাম। ছুলি দূর করার কিছু ক্রিম রয়েছে যা চমৎকার ভাবে কাজ করে। ছুলি গার্ড, চালডারম, কেটো ট্যাব ইত্যাদি হল ছুলি দূর করার ক্রিম। কিন্তু আজকাল, আসল ওষুধের পাশাপাশি, আবার অনেক নকল ওষুধও রয়েছে। তাই সাধারণ গ্রাম্য ওষুধ খাওয়ার আগে আসল ও নকল পরীক্ষা করে নিতে হবে। 

আজকাল আপনি অনেক ওয়েবসাইটে একটি অ্যান্টি-ড্যান্ড্রাফ ক্রিমের নাম খুঁজে পেতে পারেন যেগুলা নকল ক্রিম বিক্রি করে থাকে। সেখানে ছুলি ক্রিমের অনেক নাম রয়েছে যা আপনারা বুঝতে পারবেন না কোনটা আসল আর নকল। আমি অবশ্যই ভাল ব্র্যান্ড সুপারিশ করেছি।

ছুলি রোগ প্রতিরোধে করনীয় 

চলুন এবার আমরা ছুলি রোগ প্রতিরোধে করনীয় গুলো কি কি তা জেনে নিই।

  • আপনার শরীর ঘেমে গেলে তৎক্ষণ জামা খুলে ফেলবেন, ঘামা পোশাক বেশিক্ষণ পড়ে থাকবেন না এবং ঘামা পোশাক তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবেন।
  • পোশাক ঘেমে গেলে তা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন।
  • সবসময় পাতলা এবং ঢিলাঢালা কাপড় পরিধান করবেন, বিশেষ করে গরমকাল অর্থাৎ গ্রীষ্মকাল এই কাজটি করবেন।
  • গোসল করার সাথে সাথে গা শুকিয়ে নিবেন।
  • আপনার শরীরে যেসব জায়গায় অতিরিক্ত ঘাম হয় সেসব জায়গায় গামছা দিয়ে মুছে শুকিয়ে রাখবেন।
  • শরীরের পুষ্টির জন্য পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন।
  • এছাড়া আপনার ডায়াবেটিস রোগ থাকলে তা অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।
  • দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড সেবন করে থাকলে তা পরিহার করতে হবে।
  • ঘরের বাইরে রোদে গেলে অবশ্যই ছাতা এবং সান গ্লাস ব্যবহার করতে হবে।
  • বসবাসের স্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
  • নিজের গামছা বা তোয়ালে সবসময় ব্যবহার করা এবং অন্যের গামছা বা কাপড় ব্যবহার থেকে বিরত থাকা।
  • চুল দাড়ি কাটার ক্ষেত্রে একই ব্লেড অর্থাৎ একাধিক ব্যক্তির ব্যবহারের একটি ব্লেড দিয়ে না কাটা।
  • শরীর হাইডেড রাখার জন্য সবসময় পানি পান করবেন।
  • মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ছুলি দূর করার কার্যকারী উপায়।

ছুলি রোগের কারণ

চলুন আমরা এবার ছুলি রোগের কারণগুলো কি কি জেনে রাখা যাক।
  • শরীরে অতিরিক্ত পরিমাণ ঘাম হলে।
  • গরম,আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া বাও অপরিষ্কার জায়গায় বাসস্থান হলে।
  • দীর্ঘদিন যাবত  স্টেরয়েড জাতীয় ওষুধ বা মেডিসিন গ্রহণ করলে।
  • আপনার ত্বক তৈলাক্ত হলে।
  • ডায়াবেটিসের রোগ হলে অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স থাকলে হয়।
  • দীর্ঘদিন যাবত অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে।
  • শরীরের কর্মক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে।
  • এর রোগ সাধারণত গ্রীষ্মকাল ও বর্ষাকালে বেশি হয়ে থাকে।
  • আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করলে হতে পারে।
সাধারণত ওপরের কারন গুলার জন্য ছুলি রোগ সৃষ্টি হতে পারে।

ছুলি রোগের চিকিৎসা

আপনি সমস্ত বিষয় সম্পর্কে জেনে অধিক সতর্কতা মেনে চলার পরেও যদি আপনি ছুলি রোগে আক্রান্ত হয়ে পড়েন তাহলে ঘাবড়ে যাওয়ার একদমই কারন নাই।আপনি যদি সঠিক চিকিৎসা গ্রহন করেন তাহলে খুবি তাড়াতাড়ি ছুলি রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব।এক্ষেত্রে যদি আপনি ছুলি রোগে আক্রান্ত হয়ে পড়েন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।

তাহলে খুব তাড়াতাড়ি আপনি ছুলি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন।ডাক্তারেরা সাধারণত নিচে তুলে ধরা ওষুধ গুলা খাবার জন্য বলে থাকেন।যেমন,
  • ২% কিটোকোনাজল  বা সেলেনিয়াম সালফাইড যুক্ত সাবান বা শ্যাম্পু ব্যাবহার করতে বলেন।
  • ছুলি রোগ নিরাময়ে মুখে খাওয়ার ছত্রাকনাশক ওষুধ সেবন।
  • ছুলি রোগের লক্ষণ অনুযায়ী অন্যান্য ওষুধ সেবন।
মূলত ছুলি রোগ নিরাময় করার জন্য ওপরের তুলে ধরা ওষুধ খাওয়ার জন্য বলে থাকেন অভিজ্ঞ চিকিৎসক।তবে আমার পোস্ট দেখেই আপনি এই ওষুধ গুলা সেবন করবেন না।অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।

ছুলি দূর করার ক্রিমের নাম সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ ছুলির ঔষধের নাম কি?
উত্তরঃ ডেপসন।

প্রশ্নঃ মুখে ছুলি হয় কেন?
উত্তরঃ মুখে অতিরিক্ত ময়লা জমার কারণে।

প্রশ্নঃ হাইপো কি কাজে লাগে?
উত্তরঃ ভেজা স্যাঁতসেঁতে জায়গায়, ঘরের মেঝে অথবা টয়লেটের কমোড থেকে জীবাণু ধ্বংস করার জন্য।

প্রশ্নঃ ছেয়াল কেন হয়?
উত্তরঃ মুখে অতিরিক্ত ময়লা জমার  এবং ত্বক তেলতেলে হওয়ার কারণে।

প্রশ্নঃ কোন রোগের কারণে ত্বক ছাই হয়?
উত্তরঃ যেমন,
  • ডায়াবেটিস
  • থাইরয়েড রোগ
  • কিডনি রোগ
  • এবং ক্যান্সার
প্রশ্নঃ ছুলি গার্ড ক্রিম এর কাজ কি?
উত্তরঃ যেসব কাজ করে।যেমন,
  • ছুলি দূর করে
  • একজিমা দূর করে
  • বার্ণ দূর করে
  • লেপ্রোসি আলসার দূর করে
  • এবং ত্বকের অন্যান্য সাধারণ দূর করে
প্রশ্নঃ ভিটামিন সি খেলে কি সাদা দাগ হয়?
উত্তরঃ একদমই না।

প্রশ্নঃ মুখের সাদা দাগ দূর করার ঘরোয়া উপায়?
উত্তরঃ লেবু দিয়ে স্ক্রাব তৈরি করে।

প্রশ্নঃ চম রোগ কি ছোঁয়াচে?
উত্তরঃ না।


প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক হয়?
উত্তরঃ যেমন,
  • ভিটামিন এ
  • ভিটামিন ডি
  • নিয়াসিন
  • জিঙ্ক 
  • আয়রন
প্রশ্নঃ ছুলি হলে কি করব?
উত্তরঃ লেবুর রস দিয়ে মালিশ।

প্রশ্নঃ মুখে রিংগার্ড ব্যবহার করা যাবে কি?
উত্তরঃ না।

প্রশ্নঃ প্রতিদিন মুখে বরফ দিলে কি হয়?
উত্তরঃ ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

প্রশ্নঃ কোন ফলে ভিটামিন সি বেশি?
উত্তরঃ কাকডু বরই।

প্রশ্নঃ কোনটির অভাবে মুখে সাদা দাগ হয়?
উত্তরঃ যেমন,
  • ক্যালসিয়াম
  • ভিটামিন ডি
  • ভিটামিন ই ইত্যাদি 

লেখকের মন্তব্য

এই সম্পূর্ণ পোস্টের মধ্যে আমি ছুলি দূর করার ক্রিমের নাম এবং ছুলি সম্পর্কে সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনার রোগের সমাধান এর উপায় বেঁচে নিয়েছেন।

এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। যাতে করে আপনার বন্ধুরাও সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে।তার পাশাপাশি এরকমই নিত্য প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url