বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানুন

বিকাশ টাকা লেনদেন করার একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের মধ্যে অনেকেই বিকাশে টাকা পাঠানোর সময় অনেক সময় ভুল নাম্বারে টাকা পাঠায়। কিন্তু ভুল করে টাকা পাঠানোর পর কি করবে বুঝতে পারে না।ঠিক এই কারনে আজকে আমি বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় বিষয়গুলো তুলে ধরব।
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয়
তাই আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠানোর পর করণীয় বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ভুমিকা

অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিকাশে টাকা পাঠানোর সময় ভুল বসত অন্য নাম্বারে টাকা পাঠায় ফেলি।ভুল করে টাকা পাঠানোর পর আমরা করণীয় বিষয়গুলো সম্পর্কে না জানার কারনে অনেক ভয়ের মধ্যে পড়ে যায়।কিন্তু আমাদের ভয় পাওয়ার কোন কারন নেই। কারন, ভুল করে টাকা পাঠানোর পর টাকা ফেরত পাওয়ার জন্য কিছু করণীয় বিষয় রয়েছে।

যেগুলো অবলম্বম করে আপনি খুব সহজে আপনার টাকা ফেরত পেতে পারেন। তাই আপনাদের সুবিধার খাতিরে আমি আজকে বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব।চলুন দেরি না করে শুরু করা যাক।

বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে তাকে জানাবেন না

ভুল বসত আপনি যদি অন্য নাম্বারে টাকা পাঠাই ফেলেন তাহলে যেই নাম্বারে টাকা পাঠাইছেন ভুল করেও তাকে টাকার কথা জানাবেন না। যদি টাকা পাঠানোর কথা ওনাকে জানান তাহলে লোভের বসে উনি টাকা তুলে নিতে পারে।অনেক সময় দেখা যায় ভুল করে টাকা পাঠানোর পর উক্ত নাম্বারে কল দিয়ে জানালে অনেক বেক্তি লোভে পড়ে টাকার কথা অস্বীকার করে এবং পরবর্তীতে টাকা তুলে নেয়।


যদি কোন সৎ বেক্তির নাম্বারে টাকা যায় তাহলে তিনি হয়তো টাকা আপনাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু কোন অসৎ বেক্তির নাম্বারে টাকা একবার গেলে আপনি আর কোনোদিন ফেরত পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল করে টাকা যাওয়ার পরেও অসৎ বেক্তি আপনাকে জানায় না।বরং ভুল করে যাওয়া টাকাটা নিজের বলে দাবি করে।

তাই যদি আপনি ভুল করে কারও নাম্বারে টাকা পাঠায় ফেলেন তাহলে ভুলেও তাকে জানাবেন না।না জানিয়ে করণীয় ধাপ অনুযায়ী টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন।করণীয় ধাপ গুলী আমি নিচে উল্লেখ করছি।

বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে বিকাশ কাস্টমার কেয়ারে কল করা

যদি আপনি বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠায় ফেলেন তাহলে প্রথম পদ্ধতি হিসেবে সরাসরি বিকাশের কাস্টমার কেয়ারে কল করবেন। বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে, ' ১৬২৪৭ '।উক্ত নাম্বারে কল করে জানান যে, আপনাদের টাকা ভুল করে অন্য নাম্বারে চলে গেছে। হয়তো বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার একাউন্ট সংক্রান্ত করার জন্য কিছু তথ্য জানতে চাইতে পারে।

আপনি সঠিক তথ্য প্রদান করলে আশা করি আপনার অ্যাকাউন্ট সনাক্ত করে আপনি ভুল করে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন বিকাশ থেকে নাম্বারটি বন্ধ করে দিবে। জাতে করে উক্ত বেক্তি টাকা না তুলে নিতে পারে।এর পরবর্তীতে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার টাকা আপনার কাছে ফেরত দিয়ে দিবে।

বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয়

যদি আপনি ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠায় ফেলেন তাহলে কিছু ধাপ অনুস্মরণ করে টাকা ফেরত আনার চেষ্টা করতে হবে। ধাপগুলো নিচে তুলে ধরা হলো।যেমন,
  • ১মঃ যে নাম্বারে ভুল করে টাকা পাঠাবেন তাকে কখনই জানানো যাবে না।
  • ২য়ঃ যদি টাকার পরিমান বেশি হয় তাহলে, আপনার কাছের কোন থানায় গিয়ে জিডি করুন।
  • ৩য়ঃ জিডি করার সময় আপনি যে নাম্বারে ভুল করে টাকা পাঠিয়েছেন উক্ত নাম্বার এবং তার সাথে টাকা পাঠানোর ট্রানজেকশন নাম্বার দিয়ে জিডি করতে হবে।
  • ৪র্থ ঃজিডি করার সময় খেয়াল রাখবেন যাতে করে জিডিতে ভুল করে কত টাকা পাঠিয়েছেন তার পরিমান এবং বিকাশ একাউন্ট ডিটেলস উল্লেখ করা থাকে।
  • ৫মঃ সঠিক নিয়ম অনুজায়ি জিডি সম্পন্ন করে জিডি কপি নিয়ে বিকাশের নিদিষ্ট কাস্টমার কেয়ারে যান।কাস্টমার কেয়ারে সব কিছু ভালো করে দেখে ঠিক থাকলে আপনার টাকা আপনার কাছে ফেরত এনে দিবে।
মূলত আপনি জিডি নিয়ে বিকাশের নিদিষ্ট কাস্টমার কেয়ারে গেলে আপনি যে নাম্বারে ভুল করে টাকা পাঠাইছেন সেই নাম্বারে কল দিয়ে টাকার কথা বলে। যদি উনি টাকার কথা শিকার করে টাকা ফেরত দেয় তাহলে ভালো। কিন্তু টাকা ফেরত না দিয়ে নিজের টাকা বলে দাবি করলে। উক্ত বেক্তির কাছে কাস্টমার কেয়ার থেকে প্রমান চায়।


আর প্রমান না দিতে পারলে বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দেয়। যাতে করে অসৎ বেক্তি টাকা না তুলতে পারে এবং আপনার টাকা ফেরত এনে দেয়। আশা করি ওপরের তুলে ধরা ধাপগুলি অনুস্মরণ করলে আপনি আপনার ভুল করে পাঠানো টাকা ফেরত পেয়ে যাবেন।তাই টাকা ফেরত পেতে ধাপগুলি অনুস্মরণ করুন।

নন বিকাশ একাউন্টে টাকা চলে গেলে করণীয়

আমরা অনেক সময় ভুল বসত এমন নাম্বারে টাকা পাঠায় যে নাম্বারে কোন ধরনের বিকাশ অ্যাকাউন্ট থাকে না।এখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে, নন বিকাশ একাউন্টে টাকা চলে গেলে কি করে টাকা ফেরত আনবো। আমি এমন নাম্বারে টাকা পাঠাইছেন যে নাম্বারে কোন বিকাশ অ্যাকাউন্ট নাই তাহলে ভয় পাওয়ার কিছুই নাই।


কারন, আপনি খুব সহজে ট্রানজেকশন ক্যানসেল করে টাকা ফেরত আনতে পারবেন।ট্রানজেকশন ক্যানসেল করার জন্য বিকাশ একাউন্টে সেন্ড মানি অপশনে প্রবেশ করে ক্যানসেল অপশন ক্লিক করতে হবে তাহলে আপনার টাকা ফেরত চলে আসবে।তবে মনে রাখবেন উক্ত প্রক্রিয়াটি শুধু মাত্র টাকা পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে কাজ করবে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে আর এই পদ্ধতিতে টাকা ফেরত আনা সম্ভব হবে না।

বিকাশে টাকা দেখার নিয়ম

আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে বিকাশে টাকা দেখবো? মূলত দুইটি উপায়ে বিকাশে টাকা দেখা যায়।যেমন,
  •  USD কোড ডায়াল করার মাধ্যমে
  • এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে

 USD কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে টাকা দেখার নিয়ম

 USD কোড ডায়াল করার মাধ্যমে বিকাশে টাকা দেখার জন্য নিচের নিয়ম মেনে চলুন। যেমন,
  • প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে  *247# ডায়াল করুন।
  • এর পর যে সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে উক্ত সিমে কোডটি প্রবেশ করান।
  • এবার আপনার সামনে একটা নাম্বার লিস্ট আসবে।নাম্বার লিস্ট থেকে ' 9 ' নাম্বারে ক্লিক করুন।
  • এর পরবর্তীতে ' 1 ' নাম্বারে ক্লিক করুন।
  • এখন আপনার বিকাশ অ্যাকাউন্ট এর পিন দিয়ে ' ok ' তে ক্লিক করুন।
  • তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স দেখতে পাবেন।

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশে টাকা দেখার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশে টাকা দেখার কিছু ধাপ অনুস্মরণ করতে হবে। ধাপগুলি নিচে উল্লেখ করা হলো।যেমন,
  • প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করুন।
  • এবার বিকাশ অ্যাপ লগইন করতে আপনার বিকাশের পিন দিন।
  • এর পর কাঙ্ক্ষিত পিন নাম্বার দিয়ে লগইন করুন।
  • বিকাশ অ্যাপে প্রবেশ করে সবার উপরে ব্যালেন্স অপশনে ক্লিক করুন।
  • তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স দেখতে পাবেন।

এখন আশা করি আপনি দুইটি উপায় ব্যবহার করে বিকাশে টাকা দেখতে পারবেন।তাই বিকাশে টাকা দেখতে সঠিক ধাপ অনুস্মরণ করুন।

লেখকের মন্তব্য

আজকের এই সম্পূর্ণ পোস্টের মধ্যে আমি আপনাদের মাঝে বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় বিষয়গুলো সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।এই সম্পূর্ণ পোস্ট পড়ে আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন।এই সম্পূর্ণ পোস্ট পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধদের মাঝে শেয়ার করুন।

জাতে করে আপনার মতো আপনাদের বন্ধুরাও উক্ত পোস্ট পড়ে উপকৃত হতে পারে।আর সর্বশেষ নিত্য প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url