ডেপ সারের কাজ কি - Dap সার কি বিস্তারিত জানুন
প্রিয় পাঠক আপনারা কি ডেপ সারের কাজ কি সম্পর্কে খুঁজে বেড়াচ্ছেন। যদি কোথাও খুঁজে না পান তাহলে আজকে আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের জন্য ডেপ সারের কাজ কি - Dap সার কি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তাই ডেপ সার সম্পর্কে জানতে পোষ্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন।
প্রিয় ভাইয়েরা ডেপ সার সম্পর্কিত সকল কিছু বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন। তাহলে আশা করছি আপনারা বিস্তারিত জানতে পারবেন।
ভূমিকা
যে সকল রাসায়নিক পদার্থ বিভিন্ন ধরনের মৌল নিয়ে গঠিত যা উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে থাকে এবং পুষ্টি যোগান দেয় তাদের সার বলা হয়। তেমনি ভাবেই ডেপ সার উদ্ভিদের পুষ্টি প্রদান করে থাকে। তাই আমরা আজকের পোস্টটিতে ডেপ সারের কাজগুলো সম্পর্কে জানব এবং ডেপ সার কি কি কাজে লাগে ও কি কি উপকার করে উদ্ভিদের তা সম্পর্কে জানব। তাই দেরি না করে পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
Dap সার কি
বর্তমানে এই Dap সার বহুল জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। ডাই অ্যামোনিয়াম ফসফেট যুক্ত সারকে Dap সার বলা হয়। এটি সাধারণত দানা আকারের হয়ে থাকে অনেকটা দেখতে নুড়ি পাথরের মত। এই সারটিতে ৪৬ ভাগ ফসফরাস, ১৮ ভাগ নাইট্রোজেন উপস্থিত রয়েছে।
আরো পড়ুনঃ থিয়োভিট এর কাজ কি - থিয়োভিট এর দাম কত
এই সার আমরা উদ্ভিদে খাদ্য হিসেবে দিতে পারি যা উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে। তবে সারের সাথে খৈল অথবা পটাশ মিশিয়ে উদ্ভিদকে দেওয়া যেতে পারে যা হবে উদ্ভিদের জন্য অধিক পুষ্টিকর খাদ্য। সারটি আপনারা যে কোন গাছে ব্যবহার করতে পারবেন।
ডেপ সারের কাজ কি
ডেপ সার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যা আমরা এখন আলোচনা করব। ডেপ সার মূলত গাছে পুষ্টি ও খাদ্য উৎপাদনে ব্যবহার করা হয়। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ডেপ সারের কাজ কি কি।
- উদ্ভিদের পুষ্টি ঘাটতে ও খাদ্য তৈরিতে সাহায্য করতে এ সার ব্যবহার করা হয়।
- উদ্ভিদের ফসফরাসের ঘাটতি পূরণ করতে সারটি ব্যবহার করা হয়।
- এছাড়াও নাইট্রোজেনের যোগান দিতে সারটি ব্যবহার হয়।
- ডেপ সার ব্যবহার করলে প্রতি বিঘা জমিতে পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয়।
- গাছের বৃদ্ধিতে ও উদ্ভিদের মূল বৃদ্ধিতে সাহায্য করে।
- এছাড়া গাছের শর্করা উৎপাদন ও প্রক্রিয়াকরণে সহায়তা করে এই সার।
- ডেপ সার ব্যবহারে গাছের ফুল ফল অর্থাৎ ফলন বেশি হবে।
- গাছের কোষ বিভাজনে সাহায্য করে।
- উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সারটি ব্যবহার করা হয়।
- গাছের শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
- গাছকে রোগ ও পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করে।
- গাছের ডাল ফেলা মজবুত ও শক্ত কাঠামো তৈরি করে।
- গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে।
তাহলে আশা করছি আপনারা ডেপ সার কোন কাজে ব্যবহার করা হয় এবং কি কাজে লাগে তা জানতে পারলেন।
ডেপ সার ব্যবহারের নিয়ম - Dap সারের ব্যবহার
আপনি ডেপ সার খৈল অথবা পটাশিয়াম এর সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন। তবে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এছাড়া এটি আপনি পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। পানির সাথে মিশানোর জন্য আপনি এই সারের কিছু পরিমাণ পানির সাথে রেখে দিবেন। চব্বিশ ঘন্টা বা তার কম সময়ে দেখবেন সারটি পানির সাথে মিশে গেছে।
মিশে গেলে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তবে কতটুকু ব্যবহার করবেন তা জানা উচিত অর্থাৎ ব্যবহার বিধি জানতে হবে।গাছ যদি ছোট হয় আর বয়স কম হয় তাহলে এক লিটার পানিতে এক চামচেরও কম পরিমাণ সার মেশাতে হবে। আর গাছ যদি বড় হয় এবং গাছের বয়স বেশি হয় তাহলে এক লিটার পানিতে এক চামচ ডেপ সার মেশাতে পারেন।
মিশিয়ে ব্যবহার করলে গাছের ফলন এবং বৃদ্ধি ভালো হবে। তবে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে ,অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে গাছের ক্ষতিসহ ফলন কমে যাবে। এই সারটি মাসে একবার ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না।
ডেপ সারের দাম - ডিএপি সারের দাম ২০২৪
আপনার অনেকেই জানতে চাইছেন ডেপ সারের দাম কত। সারের দাম সাধারণত উঠানামা করতে থাকে। দাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে তাই আপনাদের অবশ্যই বাজার থেকে বা অনলাইন থেকে দাম গুলো জেনে নেওয়া উচিত। তবুও যেহেতু দাম জানতে চেয়েছেন চলুন দাম জানা যাক।
আমি এখানে দামের ধারণা দিব মাত্র।ডেপ সারের দাম মূলত প্রতি কেজি ২১ টাকা। তবে এখন দাম বেড়ে ২৫ টাকা পর্যন্ত হতে পারে তা আপনারা বাজার থেকে জেনে নিবেন।
ড্যাপ সারের উপাদান
ড্যাপ সারের উপাদান গুলোর মধ্যে রয়েছে ১৮% নাইট্রোজেন এবং ফসফরাস যা গাছের বৃদ্ধিকে সাহায্য করে এবং গাছের পুষ্টিতে সাহায্য করে থাকে। এই সার ও টিএসপি সার একত্রে ব্যবহার করলে সকল পুষ্টি ঘাটতি পূরণ হয় এবং ভালোভাবে গাছে সুফল পাওয়া যায়।
ডেপ সারের কাজ কি সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা FAQ
প্রশ্নঃ ডিওপি সারের কাজ কি?
উত্তরঃ গাছের মূল অথবা শিকড় গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করা।
উত্তরঃ গাছের মূল অথবা শিকড় গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করা।
প্রশ্নঃ জিপসাম সারের কাজ কি?
উত্তরঃ যেমন,
উত্তরঃ যেমন,
- গাছের বর্ণ সবুজ রাখা
- গন্ধক ক্লোরোফিল গঠন
- প্রোটিন অথবা আমিষ উৎপাদন
- তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি
প্রশ্নঃ এস ও পি সারের কাজ কি?
উত্তরঃ যেমন,
উত্তরঃ যেমন,
- গোড়া পঁচা রোগ রোধ
- ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- ফলের আকার, রং এবং ওজন বৃদ্ধি
- ফসলকে দৃঢ়তা প্রদান
- গুনগতমান বজায় রাখা
- জীবনকাল বৃদ্ধি
প্রশ্নঃ সার প্রধানত তিন প্রকার কি কি?
উত্তরঃ যেমন,
উত্তরঃ যেমন,
- ফসফরাস
- পটাসিয়াম
- এবং নাইট্রোজেন
প্রশ্নঃ সার কত প্রকার, কি কি?
উত্তরঃ ২ প্রকার যেমন,
উত্তরঃ ২ প্রকার যেমন,
- অজৈব
- এবং জৈব
প্রশ্নঃ NPK এর পুরো নাম কি?
উত্তরঃ নাইট্রোজেন,ফসফরাস ওঁ পটাসিয়াম।
উত্তরঃ নাইট্রোজেন,ফসফরাস ওঁ পটাসিয়াম।
প্রশ্নঃ Dap এর পুরো নাম কী?
উত্তরঃ দ্রবণীয় অ্যামোনিয়াম ফসফেট।
উত্তরঃ দ্রবণীয় অ্যামোনিয়াম ফসফেট।
প্রশ্নঃ সারের প্রধান উপাদান কি কি?
উত্তরঃ যেমন,
উত্তরঃ যেমন,
- ফসফরাস
- পটাসিয়াম
- এবং নাইট্রোজেন
প্রশ্নঃ দুটি রাসায়নিক সারের নাম কি?
উত্তরঃ যেমন,
উত্তরঃ যেমন,
- পটাসিয়াম
- নাইট্রোজেন
প্রশ্নঃ ইউরিয়া সারের প্রধান কাজ কি?
উত্তরঃ নাইট্রোজেন সরবরাহ করা।
উত্তরঃ নাইট্রোজেন সরবরাহ করা।
লেখক এর মন্তব্য
এই সম্পূর্ণ পোস্টের মধ্যে আমি ডেপ সারের কাজ কি এবং ডেঁপ সার সম্পর্কিত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে জানতে পেরে গেছেন। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং নিত্য প্রয়োজনীয় সকল তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url